অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রির বিরুদ্ধে ভোক্তা’র বিশেষ অভিযান

অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রির বিরুদ্ধে ভোক্তা’র বিশেষ অভিযান

ভোক্তার অভিযানে সর্বোচ্চ খুচরা মূল্যের চাইতে বেশী দামে স্যালাইন বিক্রির দায়ে ৯২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে সর্বোচ্চ খুচরা মূল্যের চাইতে বেশী দামে স্যালাইন বিক্রি এবং কারসাজি রোধে ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর এলাকায় ভোক্তা অধিকারের ৪টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৩৭টি জেলায়ও একই রকম অভিযান পরিচালিত হয়।

সারাদেশে ৪০টি টিম কর্তৃক ৫৩টি বাজারে অভিযানের মাধ্যমে ৯২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৭৪,৫০০ টাকা জরিমানা করা হয়।

এই তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র উপপরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধু ডেঙ্গুর কারণে সর্বোচ্চ খুচরা মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রয় না করায় ঢাকা মহানগরীতে ৩টি টিম কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০,০০০ টাকা এবং রাজশাহী জেলায় ১টি টিম কর্তৃক ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০০ টাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৮টি টিম কর্তৃক ১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,১৯,৫০০ টাকা জরিমানা করা হয়।

 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *