দেশজুড়ে র‍্যাব ও বিজিবি’র টহল টিম মোতায়েন

দেশজুড়ে র‍্যাব ও বিজিবি’র টহল টিম মোতায়েন

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা দলগুলোর চলমান অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ দেশজুড়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের ৪৬০ টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) র‍্যাব ফোর্সেস এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টহল টিমগুলোর মধ্যে ১৬০ টি টহল দল মোতায়েন আছে রাজধানীতে। আর বাকী ৩০০ টি টইল দল মোতায়েন রয়েছে সারাদেশে।

এছাড়া, ক’দিন আগেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে পোষাক শ্রমিকরা। অন্যদিকে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ। এমন পরিস্থিতিতে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের ৪৮ টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।

তিনি জানান, যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শরীফ বলেন, এই ৪৮ প্লাটুনের পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *