শাহরুখ খান ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছেন!

শাহরুখ খান ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছেন!

বিনোদন ডেস্ক

সিনেমা প্রদর্শনীর আধুনিকতম প্রযুক্তি আইম্যাক্স (ইমেজ ম্যাক্সিমাম)। এই প্রযুক্তিতে অত্যন্ত উন্নত ক্যামেরায় ধারণকৃত সিনেমা দেখানো হয় বিশাল পর্দায়। যেটা সাধারণ পর্দার চেয়ে অনেক বেশি আধুনিক এবং প্রশস্ত। পৃথিবীর সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিন রয়েছে জার্মানির লিওনবার্গ শহরে। সেই পর্দাতেই দেখানো হবে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। খবর বলিউড হাঙ্গামার।

মুক্তি যত ঘনিয়ে আসছে, বিশ্বব্যাপী ‘জাওয়ান’ নিয়ে উন্মাদনা ততই মাত্রা ছাড়াচ্ছে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে। ভারতে এখনও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি, তবে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এর মধ্যেই খবর এলো, জার্মানির লিওনবার্গে অবস্থিত বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘জাওয়ান’। সেই পর্দার দৈর্ঘ্য ১২৫ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। এটিই প্রথম ভারতীয় সিনেমা, যেটি এই থিয়েটারে মুক্তি পেতে চলেছে।

থিয়েটারটির ভেতরের দৃশ্যএদিকে মুক্তির প্রথম দিন ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে আমেরিকার দর্শক। দেদার অগ্রিম টিকিট কিনছেন তারা। গত ২৩ আগস্ট পর্যন্ত সেখানে ‘জাওয়ান’র ১ লাখ ৫০ হাজার ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এর আগে ভারতের কোনও সিনেমার এতো অগ্রিম টিকিট বিক্রি হয়নি মার্কিন মুলুকে। তাই বিশেষজ্ঞরা নির্দ্বিধায় বলছেন, শাহরুখ খান ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছেন!

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *