ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। মরদেহ উদ্ধার অভিযানে এই ঘটনায় আটক আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতার কৃষ্ণমাটির বাগজোলা খালে কয়েক দফা তল্লাশির পরও মেলেনি কোন চিহ্ন।
এমন পরিস্থিতিতে খাল থেকে দেহের হাড় এবং মাথার খুলি উদ্ধার করতে এবার ভারতীয় নৌ বাহিনী ও কোস্টগার্ড বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে দেশটির পশ্চিমবঙ্গের অপরাধ বিভাগ (সিআইডি)।
রবিবার (২ জুন) কলকাতার একাধিক গণমাধ্যমে এমন তথ্য উঠে আসে।
পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানায়, খালের নোংরা জল থেকে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহের হাড় এবং মাথার খুলি উদ্ধার করতে এ বার ভারতীয় নৌ বাহিনী ও কোস্ট গার্ড বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি।
সিআইডির এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, উন্নততর প্রযুক্তি রয়েছে নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর কাছে। তাই তাদের ডুবুরি দিয়ে তল্লাশি চালালে সাংসদের দেহের ওই অংশ উদ্ধার করা যেতে পারে। এটা ধরে নিয়েই তাদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে তা ফলপ্রসু হবে কি না তা পরবর্তী সময়ে বোঝা যাবে।

