স্টাফ রিপোর্টারঃ
বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন ৪ জনকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে তিনি তাদের পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেননি।
নিয়তি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য। সোনা চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

