ডিএমপির ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অফ রোড ক্র্যাশ (ডিএআরসি) সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ঢাকা মহানগরীতে গাড়ি দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা রোড় ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার (২৯ মে) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় প্রায় সোয়া দুই কোটি লোকের বসবাস। এ শহরে যে পরিমাণ রাস্তা আছে তা নিতান্তই কম। একটি আদর্শ শহরে ২৫ ভাগ রাস্তা থাকার কথা, কিন্তু আমাদের রয়েছে মাত্র ৮ ভাগ।

