বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা-দুইটা নয়, হাজার হাজার বেনজীর ও আজিজ তৈরি করেছে সরকার।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা-সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি
তিনি আরও বলেন, আমরা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে চাই তখন ভিসা নিয়ে এয়ারপোর্টে গেলে দেড় থেকে দুই ঘণ্টা বসিয়ে রাখে। আর বেনজীরকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইনসে তুলে দিয়েছে। যেন দেশ থেকে বেরিয়ে যেতে পারে। সেই ব্যবস্থাটা করেছে এই সরকার।

