স্টাফ রিপোর্টারঃ
রাজধানীতে ছেলের সঙ্গে অভিমান করে এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ওয়ারী থানার টিকাটুলি এলাকায় ছেলের সঙ্গে অভিমান করে মা লাভলী ইয়াসমিন (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
তিনি জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাসা ওয়ারি থানার টিকাটুলি হাটখোলা রোড এলাকায়।
বাচ্চু নিহত লাভলী ইয়াসমিনের স্বামী সবুর খান’র বরাত দিয়ে বলেন, রাতে বড় ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে লাভলী গলায় ফাঁস নেন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

