স্টাফ রিপোর্টারঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেছেন এক আইনজীবী।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস রমেশ কুমার ডাগারের আদালতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এ আবেদনটি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে ভুয়া চেকের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় মেহেদী হাসান রনি নামে একজনকে আসামি করে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী জয়নাল আবেদীন।

