স্টাফ রিপোর্টারঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। চুরি যাওয়া নবজাতকের বাবা হিরন মিয়া বলেন, আমার দেড় বছরের সংসারের প্রথম বাচ্চা। তিন দিন আগে ঢাকা মেডিকেলে সিজারের মাধ্যমে বাচ্চার জন্ম হয়। বাচ্চাটা তার মায়ের দুধ পাচ্ছিল না। আমরা অন্য এক নারীর দুধ খাওয়াতাম।
তিনি আরও বলেন, আজ দুপুরে আমার স্ত্রী ও মা কে রেখে মিরপুরের রুপনগরে ভাত আনতে যাই৷ এরমধ্যে দেড়টার দিকে শিশু ওয়ার্ডের ১০৬ নম্বর রুমের এক্সট্রা ১ নম্বর বেড থেকে এক নারী আমার বাচ্চাটি চুরি করে নিয়ে যায়। বাচ্চা না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আধা ঘন্টা পর পুলিশ আসে। এখন তারা সিসিটিভি ফুটেজ দেখছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হিরোন মিয়া ও সাহানা বেগমের দেড় বছরের সংসারে প্রথম সন্তান চুরি যাওয়া নবজাতক। পেশায় রাজমিস্ত্রী হিরোন ধারদেনা করে স্ত্রীর সিজারের পেছনে ৫০ হাজার টাকা খরচ করেছেন।

