ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানদারদের গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী শহিদুল ইসলাম।
রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মেহেদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তারা দুজনই চকবাজার থানায় আটক আছেন।
জানা যায়, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় নজরুল এবং মাহবুব নামের দুই ব্যবসায়ীকে মারতে গেলে দোকানদাররা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গণপিটুনি দেয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানায় তাদের নিয়ে যাওয়া হয়।
দোকানদাররা জানান, প্রায় প্রতিদিন চাঁদাবাজি করতে আসে সলিমুল্লাহ হল ছাত্রলীগের এই সাবেক সভাপতি ও তার সহযোগী শহিদুল। এর আগে পলাশী বাজারের কলা বিক্রেতা দেলোয়ারের কাছ থেকে এক হাজার টাকা এবং কনফেকশনারি দোকানের মালিক সানাউল্লাহর কাছ থেকে টাকা নেন তারা। এছাড়া এই বাজারে তারা প্রতিদিন চাঁদাবাজি করেন বলে জানান একাধিক দোকান মালিক।

